'পাবনা থেকে ঢাকা রুটের ট্রেনের নামকরণ করা হোক সাহাবুদ্দিন এক্সপ্রেস' এমনটাই দাবি করেছেন এভারগ্রিন মাল্টি সোর্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আনসারুল হাসান।
গতকাল ১৭ মে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের ২২ তম রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর সাথে একটি ছবি শেয়ার করে বলেন, পাবনা জেলার ইতিহাসে ইতিপূর্বে কখনো আমরা রাষ্ট্রপতি পায়নি। আগামীতেও আবার কবে পাব জানি না, মহামান্য রাষ্ট্রপতির দেওয়া উপহারগুলো যদি তার নামে নামকরণ করা হয় তাহলে সারাজীবন স্মৃতি হয়ে থাকবে। মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন তার জন্মভূমি পাবনাকে অনেক ভালোবাসেন তাইতো তিনি এসেই বিসমিল্লাহ্ বলে ঘোষণা করলেন পাবনা থেকে ঢাকাগামী রেল যোগাযোগ ব্যবস্থা। তিনি পাবনার জন্য সর্বশক্তি দিয়ে করার চেস্টা করবেন বলে আশাবাদী, তাই পাবনা থেকে ঢাকাগামী রুটে ট্রেনের নামকরণ করা হোক 'সাহাবুদ্দিন এক্সপ্রেস'।
এমন ছবি ও লেখা শেয়ার করার পরই প্রশংসার জোয়ারে ইঞ্জিনিয়ার আনসারুল হাসান। ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন নেতারা এতে সহমত প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ১৬ মে সরকারি এডওয়ার্ড কলেজে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বিসমিল্লাহ বলে আগামী সেপ্টেম্বরে পাবনা থেকে ঢাকাগামী রেল যোগাযোগ ব্যবস্থা চালু হবে বলে ঘোষনা দেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ