জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে বিশুদ্ধ পানির অভাবে সৃষ্ট নাগরিক সমস্যা দূরীকরণসহ বিভিন্ন বিষয়ে এক কর্মশালা করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। একই সাথে কর্মশালায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও সর্বসাধারণের জন্য অনুন্মুক্ত ডিসি পার্ক নিয়েও সমস্যা চিহ্নিত করে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় এ কর্মশালা শুরু হয়। চলে দুপুর ২টা পর্যন্ত। জামালপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে বিশুদ্ধ পানি না থাকায় দুঃখ প্রকাশ করে অবিলম্বে সেখানে সুপেয় পানির ব্যবস্থা করার বিষয়ে অভিমত ব্যক্ত করেন বক্তারা। একই সাথে এ স্টেশনে টিকিট কালোবাজারি বন্ধে স্টেশন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।
এছাড়া শহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় বক্তারা উদ্বেগ প্রকাশ করেন। এ সমস্যা দূরীকরণে প্রশাসনিক তৎপরতা জোরদার ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করার আহ্বান জানান বক্তারা।
জামালপুর পৌরসভায় অপ্রতুল ডাস্টবিন এবং যেসব আছে সেসব ডাস্টবিন নোংরা থাকায় স্বাস্থ্যের ঝুঁকি দিন দিন বাড়ছে। এ জন্য পৌর মেয়রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
কর্মশালায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, রেলওয়ে স্টেশন মাস্টার শেখ উজ্জল মাহমুদ, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম, ময়মনসিংহ রিজওনাল কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিকসহ আওয়ামী লীগ ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার শেখ উজ্জল মাহমুদ দ্রুততম সময়ের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতের আশ্বাস দেন। টিকিট কালোবাজারি বিষয়ে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সবাইকে সচেতন থাকারও পরামর্শ দেন তিনি।