বোয়ালমারীতে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামে হাডুডু খেলার শুভ উদ্বোধন করা হয়। এ হাডুডু খেলা বিকেল থেকে শুরু হয়ে রাত সাড়ে নয়টা পর্যন্ত চারদলীয় টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।
সময়ের কালক্ষেপনে হারিয়ে যাওয়া গ্রামের ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে হাজার হাজার দর্শকের ভীড় জমায়েত হয়। শেলাহাটি যুব সমাজের আয়োজনে হাডুডু খেলায় সভাপতিত্ব করেন ঘোষপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মো. জিয়াউর রহমান জিয়া।
হাডুডু খেলার সঞ্চালনায় ছিলেন মো. মিলন। চারদলীয় হাডুডু টুর্নামেন্ট খেলায় বিজয়ী হোন, বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মো. রাসেল আহমেদের দল। দ্বিতীয় হোন ময়না ইউনিয়নের বিলসরাইল গ্রামের আবুল বাশারের দল। এ সময় বিজয়ীদের হতে পুরস্কার তুলে দেয়া হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ