জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই দাগনভূঞা উপজেলা শাখা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। যানযট নিরসনের ভূমিকা রাখা, সচেতন মূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা,সচেতন মূলক লিফলেট বিতরণ,সচেতন মূলক স্টিকার বিতরণ ও লাগানো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সচেতন সভা, বিভিন্ন স্হানে সচেতন মূলক ফেস্টুন লাগানো।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি দ্বীন মোহাম্মদ, সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল, কার্যকরী সদস্য কামাল উদ্দিন, আবদুল মতিন,জহির উদ্দিন, ইন্জিনিয়ার ইয়াকুব আলী, এবং সহযোগিতা করেছেন বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি নাজমুল হুদা ইস্কান্দার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ। এ কর্মসূচি ১৫ মে থেকে ২১ মে পযন্ত চলবে।