‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞায় নানা আয়োজনে পালিত হল ভূমি সেবা সপ্তাহ ২০২৩। উপজেলা ভূমি অফিস এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সোমবার (২২ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।
পরে জনসচেতনতামূলক সভার আয়োজন করে উপজেলা ভূমি অফিস ও উপজেলা অফিসার্স ক্লাব সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ মহসিনের সঞ্চালনায় সেবা সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবীর রতন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহ্রাজ শারবীন, বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা পিয়ার আহমেদ। এসময় সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।