চট্টগ্রামের বোয়ালখালী ভূমি সেবা সপ্তাহ-২৩ উদযাপন উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলার ভূমি অফিস প্রাঙ্গণে
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন,বিশেষ অতিথি ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম,
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, ইতোমধ্যেই ভূমি মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত ভূমি সেবা নিশ্চিত করতে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসগুলো কাজ করে যাচ্ছে। শতভাগ ই-নামজারি, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন করা হচ্ছে। গণ শুনানি , ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অফিসের বাইরে খোলা স্থানে গণশুনানি গ্রহণ, মিসকেইসের দ্রুুত নিষ্পত্তিকরণ, ভূমি উন্নয়ন কর আদায়ে ক্যাম্পিং, সেমিনার ও মাইকিং করে সচেতনতা সৃষ্টি, বেদখলকৃত খাসজমি উদ্ধার, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খাসজমি উদ্ধার, সহ বিভিন্ন কাজ করা হচ্ছে।
সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন ২২-২৮ মে ভূমি সেবা সপ্তাহ উদযাপনে উপজেলা ভূমি অফিস ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে অনলাইন ভূমি সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে।