ফরিদপুরে বোয়ালমারীতে এক মহিলাকে ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে টাকার দাবী করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার সদর ইউনিয়নের সোতাশী গ্রামের মো. ইকবাল বিশ্বাস (৫০) এর স্ত্রী মোছা. আসমা বেগম (৪৫) কে ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে ভুক্তভোগী পরিবারের লোকজনের কাছে ফোন করে টাকা দাবী করেন বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
ওই মহিলার ছেলে বিপ্লব বিশ্বাস (১৮) থানায় একটি সাধারন ডায়রি করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ডিবি পরিচয় দিয়ে তিন থেকে চারজন লোক ওই মহিলার বাড়িতে এসে তাঁর স্বামী নাম ধরে খোঁজ করেন। বাড়িতে তাঁর স্বামীকে না পেয়ে ওই মহিলাকে তুলে নিয়ে যায়।
এ নিয়ে ওই মহিলার ছেলে জানান, কে বা কাহারা আমার মাকে ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে মায়ের মুঠো ফোনের (বাটন) মাধ্যমে কল করে প্রথমে পাঁচ লাখ টাকা দাবী করেন। সেখান থেকে সন্দেহ হয় আমার মাকে ঝিম্ম করা হয়েছে। পরে তারা আমার মাকে দিয়ে কথা বলিয়ে বিভিন্ন অংকের টাকা পাঠাতে বলেন মার বিকাশ নাম্বারে। মাকে মারধর করেছে এবং বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখিয়ে সর্ব শেষ ৫০ হাজার টাকা দিলে মাকে তারা ছেড়ে দিবে।
এ নিয়ে ভুক্তভোগী পরিবারের লোকজন ভয় ভীতিতে রয়েছেন। রাত সাতটা বাজলেও ওই মহিলার সন্ধান পাননি পরিবারের লোকজন।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আব্দুল ওহাব বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ