ফেনীর দাগনভূঞায় আলোচিত মেধাবী শিশু আবদুল্লাহ আল মোনায়েমের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৪ মে) দুপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি তার হাতে তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. আমিনুর রহমান।এসময় ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক গোলাম মো. বাতেন, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, সহকারী কমিশনার (ভূমি) মেহেরাজ শাবরীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহীন মুন্সী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম, দাগনভূঞা একাডেমীর প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত ঈদুল ফিতরে প্রধানমন্ত্রীর দপ্তরের ঈদের শুভেচ্ছা কার্ডে স্থান পেয়েছে ফেনীর দাগনভূঞার হাত-পা না থাকা আবদুল্লাহ আল মোনায়েমের আঁকা ছবি। বঙ্গবন্ধু ও গ্রামবাংলাকে নিয়ে আঁকা ছবিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। এর পর ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে আবদুল্লাহর পরিবারের অস্বচ্ছলতার বিষয়টি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারস্বরূপ নগদ এক লাখ টাকা পুরস্কার ও আড়াই শতাংশ জমির ওপর একটি আধা পাকা টিনশেড বাড়ি নির্মাণ করে দেওয়া হয় মোনায়েমের পরিবারকে।
আব্দুল্লাহ আল মোনায়েম দাগনভূঞা একাডেমীর ৭ম শ্রেণিতে পড়ে ও দাগনভূঞা উজ্জীবক আর্ট স্কুলের ছাত্র।