আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ফরিদপুর ১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী-মধুখালী) আসনে বাংলাদেশ আ’লীগের মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ মোঃ গোলাম কবির স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন। বোয়ালমারী চৌরাস্তা সংলগ্ন প্রফেসর ডাঃ গোলাম কবীর নার্সিং ইনস্টিটিউটের হলরুমে শনিবার (২৭ মে) সকাল ১০টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তিনি বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। বোয়ালমারী মানবাধিকার কমিশনের সভাপতি ও ফরিদপুর জেলা কৃষকলীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করছেন। মতবিনিময় সভায় স্থানীয় সংবাদকর্মীদের সামনে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য তুলে ধরে মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ মোঃ গোলাম কবীর বলেন, আমি আপনাদের এলাকার সন্তান ও একজন বীরমুক্তিযোদ্ধা।
মহান স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কর্মজীবনে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছি। ফরিদপুর-১ নির্বাচনী এলাকার মানুষের পাশে থেকে চিকিৎসাসেবাসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছি। বৃহৎ পরিসরে সুবিধা বঞ্চিত মানুষের সেবা করার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করছি। আমি ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক।
বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমি এমপি নির্বাচিত হয়ে ফরিদপুর-১ আসনের উন্নয়নে অংশীদার হবো। আজীবন জনকল্যাণমুখী কাজে নিজেকে নিয়োজিত রাখবো। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষকলীগের সদস্য সদস্য মো. মিজানুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কার মোল্যা, কবি নজরুল ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহামুদুন্নবী মামুন প্রমুখ।