বর্নিল আয়োজনে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ময়মনসিংহ এ নবীন বরন
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ এর ব্যাচলের অব এডুকেশন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজন এর মধ্য দিয়ে বরন করে নেওয়া হয়েছে।
বি.এড (অনার্স) ৮ম ব্যাচ এর শিক্ষার্থীদের আয়োজন এ উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে উঠে কলেজ ক্যাম্পাস। নবীন বরন অনুষ্ঠান উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো ক্যাম্পাসে। বর্নিল সাজে সাজানো হয় পুরো ক্যাম্পাস।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ জয়নাল আবেদীন খান অধ্যক্ষ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মুঈন উদ্দিন উপাধ্যক্ষ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ময়মনসিংহ। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ইসলাম উদ্দিন বিভাগীয় প্রধান, বি.এড (অনার্স) ও সহযোগী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ। আমন্ত্রিত অতিথি জনাব মোঃ হাবীবুল ইসলাম, সহযোগী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ। ইকফাতুজ জাহান নাঈম, প্রতিষ্ঠাকালীন সভাপতি, সরকারি টিচার্স ট্রেনিং, ময়মনসিংহ। হারায়েজ মাহাতাব খান রৌনক, প্রতিষ্ঠাকালীন সাধারন সম্পাদক,সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ। এছাড়া উপস্থিত ছিলেন উক্ত কলেজ এর শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
আরও অনুষ্ঠান ছিলেন এম.এড বি.এড (অনার্স) এর প্রতিটি ব্যাচের শিক্ষার্থী বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ধ্যেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আলোচনা অনুষ্ঠান শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের নাচ, গান, আবৃত্তি ও অভিনয়েআ কে ঘিরে সৃষ্টি হয় আনন্দঘন মূহুর্তের।