ফরিদপুরের বোয়ালমারীতে আগ্নে অস্ত্র, ইয়াবা, রামদা সহ একাধিক মামলার আসামীকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
মঙ্গলবার রাতে রুপাপাত ইউনিয়নের রুপাপাত গ্রামের পুলিশ অভিযান চালিয়ে মো. মনোয়ার শিকদারকে (৩৫) আটক করেছে। আটককৃত আসামী একই গ্রামের সোহরাব শিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রুপাপাত দক্ষিণপাড়া উকিল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে মো. মনোয়ার শিকদারকে আটক করে ডহরনগর ফাঁড়ির পুলিশ। এসময় তাঁর কাছ থেকে একটি লোহার তৈরি দেশীয় পাইপগান, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১টি রামদাসহ ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন বোয়ালমারী উপজেলার ডহরনগর ফাঁড়ির উপপরিদর্শক মো. কবির আহমেদ। পুলিশ বাদী হয়ে মনোয়ার শিকদারের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ও মাদকের দুটি মামলা দায়ের করেন। মামলা নং ২২ ও ২৩।
পুলিশের উপপরিদর্শক কবির আহমেদ বলেন, মনোয়ার শিকদারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৮ টা মামলা রয়েছে। পুলিশ সুপারের নির্দেশে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জের সহযোগীতায় এ আসামীকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আসামীকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।