ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) সকালে বোয়ালমারী জর্জ একাডেমী মাঠে ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন চতুল ইউপি চেয়ারম্যান মুহাম্মাদ রফিকুল ইসলাম।
তাকে ফুলেল শুভেচছা জানিয়ে বরণ করে নেন আয়োজক কমিটি ও উপস্থিত শিক্ষকবৃন্দ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবু আহাদ মিয়া। সভাপতিত্ব করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ। এ সময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।