জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর মাদ্রাসা ছাত্র রমজান আলী (৭)’র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে মাসুম মন্ডলের ছেলে বলে জানা গেছে। বুধবার উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের আমখাওয়া মন্ডলপাড়া গ্রামের একটি বাঁশ ঝাড়ে ওই ছাত্রের মৃতদেহ পড়ে ছিল।
নিহত স্বজনদের ধারণা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ওসি শ্যামল চন্দ্র ধর জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার শেষে মর্গে পাঠানো হয়েছে। হত্যার মুটিভ উদঘাটনে পুলিশের চৌকস দল কাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।