ফরিদপুরের বোয়ালমারীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে রক্ত ক্ষরণ হয়ে রাজমিস্ত্রী মেহেদী মৃধা (৩৫) এর মৃত্যু হয়েছে। মৃত রাজমিস্ত্রী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সালাম মৃধার ছেলে।
রোববার (০৪.০৬.২৩) রাত সাড়ে নয়টায় বোয়ালমারী পৌরসভার রায়পুর হেলাল মিয়ার পুরাতন ভাটা ও মুরগির ফার্মের পাশে রাজমিস্ত্রীকে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক সিরাজুল ইসলাম মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, মৃত ব্যক্তির ভ্রু, পা, কপাল, ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত এবং বুকে ও পিঠে হাতুড়ি পেটা করার কারণে রক্ত ক্ষরণে হাসপাতালে আসার আগে মারা গিয়েছে।
মৃত রাজমিস্ত্রীর স্ত্রী সোনিয়া বেগম বলেন, আমার স্বামী রোববার পৌরসভার ঠাকুরপুর ব্রিজের পাশে রাজমিস্ত্রীর কাজ শেষে বাড়িতে আসার পরে রাতের খাবার খাই। পরে মেয়েদের জন্য দোকান থেকে বিস্কুট কিনতে বের হয়। তখন তাকে একা পেয়ে দুর্বৃত্তরা কুপিয়ে ও পিটিয়ে মেরে ফেলেছে। আমার স্বামীর সাথে জহুরুল, ওবাইদুর, শাহিদ ও বিল্লাল মৃধার লোকজনের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কিছুদিন আগে কেস মামলা হয়। ওদের লোকজনই আমার স্বামীকে কুপিয়ে মেরে ফেলেছে ।
আমাদের অন্য কোন লোকজনের সাথে ঝামেলা নেই। আমার স্বামী একজন নিরীহ মানুষ, তাকে যারা এভাবে কুপিয়ে মেরে ফেলে আমার দুই মেয়েকে এতিম ও আমাকে বিধবা করেছে, আমি তাদের ফাঁসি চাই।
মৃতের বাবা সালাম মৃধা বলেন, আমার ছেলেকে পূর্বশত্রতার জের ধরে মেরে ফেলা হয়েছে। যারা আমার ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে মেরে ফেলেছে। তাদের আইনের আওতায় এনে দৃষ্টানন্তমূলক শাস্তির দাবী জানাই।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে সম্প্রীক্ত অপরাধিদের শনাক্ত করণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস এম রুবেল বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ