চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার স্বীকার হয়েছেন জাতীয় দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান। এসময় তাঁর ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
রবিবার (৪ জুন) বিকেলে উপজেলার চরখিদিরপুর আমতল এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী সাংবাদিক বলেন, ‘পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমতল এলাকার অদুরে শেখ জাহেদ আবাসিক সড়কের নতুন মসজিদ এলাকায় ভূমিদস্যু চক্র কর্তৃক নিরীহ জনগণের জমি দখল করার তথ্য পেয়ে সংবাদ সংগ্রহ করতে যান। এসময় ভূমিদস্যু আলী আজগর এসে হুমকির স্বরে সাংবাদিকদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তার এ অমানবিক আচরণের কারণ জানতে চাইলে আজগর ও খোরশেদ আলম মানুসহ অন্যান্যরা উপর্যুপরি কিলঘুসি, লোহার রড ও লাঠিসোটা দিয়ে বারবার আঘাত করে।
তিনি আরও বলেন, ‘পরে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণের চেষ্টা করে এবং আমার গলা ও নাক-মুখ চেপে ধরে শ্বাসরোধ করে প্রাণে মেরে ফেলার জোর চেষ্টা করে। এসময় পেশাগত কাজে ব্যবহার করা ক্যানন সিক্স জিরু ডি ক্যামেরা, ২টি স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে উচ্চস্বরে চিৎকার করলে লোকজনকে এগিয়ে আসতে দেখে আসামিরা পালিয়ে যায়। পরে আহতাবস্থায় উদ্ধার করে আমাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’
এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুর রাজ্জাক জানান, এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফারুক ইসলামসহ বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকরা তারা সাংবাদিক জাহিদ হাসানের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।