বরিশালের হিজলা উপজেলার হিজলাগৌরবদী ইউনিয়নের কাকুরিয়া বাজার মন্টু মাঝির দোকানে ডুকে আলাউদ্দিন বেপারী ও তার সন্ত্রাসী বাহিনী, হামলা করে দোকান মালিক মন্টু মাঝিকে আহত করে, নগদ ক্যাশ ও দোকান লুট করে, চাদা দাবি করে, চাদা না দিলে প্রাণ নাষের হুমকি দেয়।
এই হামলা ও হত্যা চেষ্টায় যারা জরিত ছিলি….
১. ইউপি সদস্য আলাউদ্দিন বেপারী, ২. ছালাল বেপারী, উভয়ের পিতা- শাশছু বেপারী, ৩. মাসুদ রানা আব্বাস বেপারী, ৪. সুজন বেপারী উভয়ের পিতা- আলাউদ্দিন বেপারী, ৫. ছালেম বেপারী, পিতা- কালাম বেপারী, ৬. বাকের আকন, পিতা- এয়াসিন আকন, ৭. রাশেদ বেপারী, পিতা- আমির হোসেন বেপারী সহ অজ্ঞাত নামা আরও ১৫/২০ জন সন্ত্রাসী, ৭জুন রাত সাড়ে সাত টার সময় মন্টু মাঝির দোকানে ডুকে হামলা করে তাকে আহত করে, নগদ ক্যাশ ও দোকান লুট করে, চাদা দাবি করে, চাদা না দিলে প্রাণ নাশের হুমকি দেয়।
আহত মন্টু মাঝি হিজলা হাসপাতালে ভর্তি আছেন। মন্টু মাঝির ক্রকৃত জমি বিগত ১৫ বছর যাবৎ জোর দখল করে ভোগ করে আলাউদ্দিন বেপারী ও তার সন্ত্রাসী বাহিনী। এই জোর দখলের জের ধরে দোকানা হমলা করা হয়, স্থানিয় সূত্র জানায় সন্ধ্যার পর বিদ্যুৎ চলে গেলে, রাতের অন্ধকারে মন্টু মাঝিকে হত্যা করতে চেয়েছে আলাউদ্দিন গং। বাজারের অন্যান্য লোকজন জড়ো হলে সবাইকে ভয়ভীতি দেখীয়ে, তাকে আহত অবস্থায় ফেলেরেখে যায়। পরে স্থানিয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।
বিস্তারিত আসছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ