ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মুরসালিন আহমেদ প্রচন্ড তাপদাহো উপেক্ষা করে মাথার ঘাম পায়ে ফেলে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন১০ নং ওয়ার্ডের সাধারণ জনগণের কাছে।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মুরসালিন আহমেদের নৌকার পক্ষে ভোট চাওয়ার যে পদ্ধতি অবলম্বন করেছেন তাতে ১০ নং ওয়ার্ডের সাধারণ জনগণ নৌকা প্রতীকে ভোট প্রদানে উৎসাহ পাচ্ছে। যুবলীগ নেতার ভোট চাওয়া দেখে বরিশাল মহানগর আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের অনেক নেতারাই প্রশংসা করছেন এবং তার এই পদ্ধতি অবলম্বন করার জন্য সকল আওয়ামী লীগে ও অঙ্গসংগঠনের নেতাকর্মী দের প্রতি আহবান জানান।
ঢাকা মহানগর যুবলীগ নেতা মুরসালিন আহাম্মেদ এর কাছে অতিরিক্ত তাপ মাত্রা ও প্রচন্ড গরম এর মধ্যে কষ্ট করে কেন ভোট চাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন আমাদের নেত্রী দেশ রত্ন শেখ হাসিনা যাকে বরিশাল সিটি কর্পোরেশনের নৌকা প্রতীক দিয়েছেন তিনি একজন সৎ আদর্শবান যোগ্যপ্রার্থী তাই প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং স্মার্ট বরিশাল গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে নৌকা প্রতীকে ভোটদানের প্রার্থনা করছি।
যুবলীগ নেতা আরো বলেন আমার এই পরিশ্রম বিফলে যাবে না কারণ আমি যাদের কাছেই যাই তারাই নৌকার পক্ষে ভোটদানের কথা জানান এবং আমাকে সাধারণ ভোটাররা বলেন আপনার পরিশ্রম দেখে আমরা নৌকার প্রীতিকে ভোট প্রদানের উৎসাহ পাচ্ছি।
যুবলীগ নেতা মুরসালিন আহমেদের মত এমন করে সকল আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি পরিশ্রম করে তাহলে অবশ্যই বিপুল ভোটে নৌকার বিজয় হবে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে এমন মন্তব্য করেন নগরীর সাধারণ ভোটাররা।