গত ০৭/০৬/২০২৩ ইং তারিখ বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদর রোডস্থ দলীয় কার্যালয়ে এক জরুরী সাংগঠনিক আলোচনা সভা করা হয়। উক্ত আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক বিষয় এবং চলমান আন্দোলনকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় উপস্থিত সর্ব সম্মতিক্রমে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম জনি এবং সদস্য সচিব মোঃ কামরুল আহসান এর সিদ্ধান্তে কমিটির দপ্তর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম খান বাপ্পির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
উক্ত সাংগঠনিক আলোচনা সভায় আহবায়ক রফিকুল ইসলাম জনির সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ কামরুল আহসান এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক – নিজামুর রহমান নিজাম, যুগ্ন আহবায়ক – আনোয়ার হোসেন টিটু, সালাউদ্দিন আল মামুন, সাইফুল ইসলাম লিটু, মাইনুল ইসলাম রুবেল, আহবায়ক কমিটির সদস্য- মেহেদী হাসান মৃদুল, রফিকুল ইসলাম বাবু, আবু হানিফ রুবেল, জুবায়ের ইসলাম সুমন, আবু ইমরান এবং কমিটির চলতি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য মোঃ জাহিদুল ইসলাম খান বাপ্পি সহ জেলার অন্যান্য আরো অনেক নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন আওতাধীন সকল উপজেলা/পৌর কমিটির আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব বৃন্দ।