চট্টগ্রামের বোয়ালখালীতে বকেয়া বেতনের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন ফিগো ফ্যাশন লিমিটেড গার্মেন্টস কারখানার শ্রমিকরা। গতকাল সোমবার ১২ জুন ফিগো গার্মেন্টসের সামনে আরাকান সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা।
এসময় আরাকান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে শ্রমিকদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।
চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল করিম সেলিম বলেন, খবর পেয়ে কোরিয়ান ইপিজেড পুলিশ ক্যাম্প থেকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদস্যরা বোয়ালখালী পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়েছেন। ফিগো ফ্যাশন নামের কারখানাটির নিরাপত্তা স্বার্থে পুলিশ মোতায়েন রয়েছে।
শ্রমিকরা অভিযোগ করে বলেন,গত এপ্রিল মাসের বেতন গত ২৮ মে দেওয়ার কথা থাকলে ও সেদিন বললো ১১ জুন দিবে। মালিক পক্ষ বকেয়া বেতন তো দেয়নি বরং শতশত শ্রমিককে একযোগে চাকুরি থেকে বরখাস্ত করে রাস্তায় নামতে বাধ্য করেছেন। এখন বলছে ২০ তারিখ দিবে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এমন পরিস্থিতিতে শ্রমিকরা দিশেহারা হয়ে পড়েছে। তাই নিরুপায় হয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করতে বাধ্য হলাম।
ফিগো ফ্যাশন লিমিটেডের ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, মালিক পক্ষ জানিয়েছেন আগামী ২০ জুন শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করবেন।
গত মে মাস থেকে কারখানা বন্ধ রয়েছে। প্রায় ৪ শত শ্রমিকের এপ্রিল মাসের বেতন বকেয়া রয়েছে। তবে এখন কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে প্রায় ১৬৫ জন কর্মরত আছেন। এতোদিন বিভিন্ন লোকসানের কারণে বেতন দেওয়া সম্ভব হয়নি। তবে মালিকপক্ষ ২০ জুন সবার বকেয়া বেতন দিয়ে দিবে বলে আশ্বস্থ করেছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ