শিরোনাম:
নওগাঁয় ব্যবসায়ী প্রতিষ্টানে হামলা,:থানায় অভিযোগ দায়ের গঙ্গাচড়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে স্কুল নির্মাণ বিএনপি নেতা নাসিরুলের নামে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন এম পির ভাঙচুরকৃত কবর পরিদর্শনে বিএনপি’র নেতৃবৃন্দ সাপাহারে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা ঘটনায় শেখ সেলিম সহ ১৬১৭ জনের নামে মামলা ভিনদেশি গ্রেটার ফ্লেমিংগো পাখির দেখা মিলল পঞ্চগড়ে নারায়ণগঞ্জ জেলার সাজা প্রাপ্ত বিডিআর সদস্যরা ন্যায়বিচার ও জেল থেকে মুক্তি এবং চাকুরীতে যোগাযোগ দানের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি জমা : গঙ্গাচড়ার পিয়ন থেকে কয়েক কোটি টাকার মালিক ভূপতি বদলি ডিমলার স্বেচ্ছাসেবী আলমগীরের মরণোত্তর চক্ষুদান ঘোষনা

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ।

জামালপুর প্রতিনিধিঃ মোঃ ছামিউল ইসলাম
  • আপডেটের সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
37.4kভিজিটর

বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়েছ। শনিবার দুপুরে জামালপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে প্রেস ক্লাব রোডে আয়োজিত, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, সাংবাদিক ফজলে এলাহি মাকাম, সনাক সভাপতি অজয় পাল, অ্যাডভোকেট ইউসুফসহ অন্যরা। সাংবাদিক হাফিজ রায়হান সাদা বলেন, সাংবাদিক নাদিমের খুনি বাবু ও তার সহযোগীরা যতক্ষণ আইনের আওতায় না আসে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। সাংবাদিক লুৎফর রহমান বলেন, খুনি বাবুকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করে তার সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। এর পাশাপাশি তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই দিনে বেলা ১১টায় জামালপুর শহরের দয়াময়ী মোড়ে সামাজিক আন্দোলন আয়োজিত আরেক মানববন্ধনে বক্তারা একই দাবি জানিয়েছেন। মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে সিনিয়র সাংবাদিক মোস্তফা বাবুলসহ অন্যরা বক্তব্য রাখেন। সেই মানববন্ধনে সাংবাদিক ফজলে এলাহি মাকাম বলেন, খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই। আমরা আমাদের সহকর্মী সাংবাদিক নাদিমের খুনিদের আইনের আওতায় না আনা পর্যন্ত ঘরে ফিরব না। গত ১৪ জুন বুধবার সংবাদ প্রকাশকে কন্দ্রে করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সাংবাদিক নাদিমের ওপর হামলা করা হয়। চিকিৎসাধীন ১৫ জুন তার মৃত্যু হয়। এরই মধ্যে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার ছেলে ফাহিম ফরমান রিফাতসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে থানায় মামলা করেন নাদিমের স্ত্রী মনিরা বেগম।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x