শীতলক্ষ্যাা নদীর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাবো, কাজীপাড়া,রূপসী খেয়াঘাট,রূপসী বাজার এলাকার নদীর তীরবর্তী অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল ১৯ জুন সোমবার বিআইডব্লিউটিএ এ উচ্ছেদ অভিযান করে।
এসময় বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক শহিদুল্লাহ ও নিবার্হী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক পুলিশ অংশ নেয়। দীর্ঘদিন ধরে শীতলক্ষ্যা নদীর দুই তীর অবৈধ দখলদাররা স্থাপনা নির্মাণ করে দখলে নিয়ে আসছিলো।
জাহাজের মালামাল লোড-আনলোডের ঘাট, জেটি, বালুর গদি, তপন ঘাট, হাফিজুল ট্রেডার্স, মাওলা ট্রেডার্স, হাজী মনির ট্রেডার্স ,আনোয়ারা এন্টারপ্রাইজের কার্যালয়, টিনসেড, পাকা ও আধাপাকা ঘর তুলে তারা দখলে নেয়। শীতলক্ষ্যা নদীর দুই তীরের অবৈধ স্থাপনার আংশিক উচ্ছেদ করা হয়।
অন্যরা সবসময়ই বহাল তবিয়তে নিজেদের কাজ করে চলছেন। অজ্ঞাত কারনে সেই সকল অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছেনা বলে এলাকাবাসী অভিযোগ করেন। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক বলেন, শীতলক্ষ্যা নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। দখলদারদের ছাড় দেওয়া হবে না।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ