দলিল লেখক সমিতির হাতে জিম্মি দশা থেকে মুক্তির দাবীতে একক আন্দোলন করছেন আবু সাঈদ পলাশ নামে এক যুবক।
সোমবার (১৯ জুন) সকাল থেকে নওগাঁর ধামইরহাট উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের প্রবেশ পথে ফেস্টন ও বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে তিনি একা এই আন্দোলন শুরু করেন।
আবু সাঈদ পলাশ বলেন, সারাদেশের মানুষ দলিল লেখক সমিতির কাছে জিম্মি। তাদের নির্দিষ্ট ফ্রি ছাড়া কোন সাধারণ মানুষ জমি রেজিস্ট্রি করতে পারেন না। একজন সাধারণ মানুষ যদি আইনজীবী ছাড়া নিজের মামলা নিজে লড়তে পারেন তাহলে কেন একজন সাধারন মানুষ তার নিজের জমির দলিল নিজে লিখতে পারবেন না।
একজন সাধারণ মানুষ যদি তার নিজের দলিল নিজে লিখতে পারেন তাহলে এই দুর্নীতির হাত থেকে রেহাই পাওয়া সম্ভব। তাই দলিল লেখক আইনের পরিবর্তন হাওয়া জরুরী। তা না হলে এই জিমি দশা থেকে সাধারণ মানুষ কোনদিনই মুক্তি পাবে না।
তিনি আরো বলেন, এই আইন সংশোধন না হওয়া পর্যন্ত আমার আন্দোলন চলমান থাকবে। প্রতিদিন অফিস চলাকালীন সময় আমি এখানে দাঁড়াবো। জানিনা কবে আমার আন্দোলন সার্থকতা পাব।
দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল গফুর জানান, আমাদেরকে সরকার কোন বিল বেতন দেন না আর এ কারনে অতিরিক্ত টাকা নেয়া হয়।