ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে বৃষ্টির কারণে ঈদের নামাজ ও কোরবানি দিতে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। ফলে দুপুরের পর থেকে কোরবানি দেন অনেকেই। ঈদের দ্বিতীয় দিনও কোরবানি দেবেন ঢাকাবাসী।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
WSB/Taiul
সূত্র: বিডি প্রতিদিন