কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মল্লিকবেগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেন এর নামীয় মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা মিথ্যা ষড়যন্ত্র মূলক অভিযোগে বন্ধ হওয়ায় মুক্তিযোদ্ধার পরিবার আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, রাজারহাট উপজেলার উপজেলার নাজিমখান ইউনিয়নের মল্লিকবেগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন তাহার বেসামরিক গেজেট নং- ৩১০৪, মুক্তিযোদ্ধা নম্বর-০১৪৯০০০৫০৫১, ভারতীয় তালিকা নং- ৩৯৬৬৩, লাল মুক্তিবার্তা নং- ৩১৬০৯০০৮৮। বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা।
দেশমাত্রিকার মুক্তির সংগ্রামে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন নিজের জীবন বাজি রেখে পরিবার পরিজনকে রেখে যুদ্ধে অংশগ্রহণ করেন। নানা প্রতিকূলতার মধ্যেও বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেনের পরিবার সরকারি ভাবে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা প্রাপ্ত হওয়ায় সুন্দর জীবন যাপন করে আসছিল।
বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেনের ওয়ারিশ যথাক্রমে তাহার স্ত্রী আকিলা বেগম, ছেলে মৃত আহাদ আলী, মোঃ সাদ আলী, মোঃ আব্দুর ছালাম, মোঃ আবুল কালাম, মোঃ রমজান আলী, মেয়ে মোছাঃ সুফিয়া বেগম, মোছাঃ ছাপিয়া বেগম ও মোছাঃ সাহিদা বেগম জীবিত রয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেনের মৃত্যুর পর তাহার ওয়ারিশগণের পরিচিতি নিশ্চিত করেছেন রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক পাটোয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আকবর আলী সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অবঃ) বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান সরকার।
অথচ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, স্থানীয় এলাকার সচেতন সমাজ বিশিষ্টজন কর্তৃক স্বীকৃত ও পরিচিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেনের পরিবার স্থানীয় কতিপয় ব্যক্তির অনৈতিক প্রস্তাব মেনে না নেওয়ায় মিথ্যা, ষড়যন্ত্র মূলক অভিযোগে হয়রানীর শিকার হচ্ছেন।
ওই চক্রের মিথ্যা অভিযোগে সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেনের নামীয় মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বন্ধ রয়েছে। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেনের স্ত্রী আকিলা বেগম প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।