নওগাঁর মান্দায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণের জন্য তিন ফসলি জমির অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। এ প্রক্রিয়া বাতিলের দাবিতে আজ রোববার বেলা ১১টার দিকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কৃষকেরা।
নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ভুক্তভোগী কৃষকেরা এ কর্মসূচি পালন করে। স্থাপনাটি নির্মাণের জন্য তিন একর ভ‚মি অধিগ্রহণ করা হবে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।
মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ভ‚মি মালিক আল-মামুন হক, আলহাজ্ব হাদেক আলী, আনোয়ারা বিবি, আজাদ হোসেন, এমদাদুল হক, আজিজুল হক প্রমুখ।
ভুক্তভোগী কৃষক আল-মামুন হক বলেন, অধিগ্রহণ প্রক্রিয়ায় আমার ৫ বিঘা জমি তালিকাভ‚ক্ত করা হয়েছে। এসব জমিতে প্রতিবছর আউশ, আমন ও বোরো ধানের চাষ করি। উৎপাদিত ফসল দিয়ে পরিবারের ভরণ-পোষণের পর উদ্বৃত্ত আয় হয়ে থাকে। এসব জমি অধিগ্রহণ করা হলে পরিবার পরিজন নিয়ে আমাকে
পথে বসতে হবে।’ কৃষক আনোয়ারা বিবি দাবি করেন, ‘আমার স্বামী নেই। সামান্য জমিতে আমি নিজেই চাষাবাদ করি। এদিয়ে ছেলেকে লেখাপড়াসহ দু’বেলা দু’মুঠো খেয়ে জীবিকা নির্বাহ করি। এসব জমি অধিগ্রহণ না করতে ডিসি স্যারকে অনুরোধ করেও কাজ হয়নি। জমিগুলো রেজিস্ট্রি করে দেওয়ার জন্য এখন আমাদের চাপ দেওয়া হচ্ছে।’
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী মুঠোফোনে কালবেলাকে বলেন, অধিগ্রহণের বিষয়টি জেলা প্রশাসক স্যার দেখবেন। তাই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ