সড়ক দুর্ঘটনায় ৭জন নিহত সেই পরিবারের লোকজনদের খোঁজ নিয়ে সমবেদনা জানান। মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে পরিবারে দিকে আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড. লিয়াকত শিকদার।
বৃহস্পতিবার রাতে নিহত পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেন। এসময় সেখানে ছিলেন মৃত তাসলিমা বেগমের ছেলে আনিস ও মেয়ে চায়না এবং তার জামাই জায়েদসহ, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
এর পর সেখান থেকে ফিরে এ্যাড. লিয়াকত শিকদার অমৃতনগর বাজারে সংক্ষিপ্ত এক মতবিনিময় সভা করেন। এ সভায় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন মূলক কর্মকান্ড সম্পর্কে সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন। জনগণদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ সরকারের হাতকে শক্তিশালী করতে আবারও ক্ষমতায় এনে দেশের উন্নয়ন মূলক কর্মকান্ডের ধারাবাহিকতা ধরে রাখার আহবান জানান।
এসময় আরও বক্তব্য রাখেন, গুনবহা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. মস্তফা শেখ, বোয়ালমারী কন্সট্রাক্টশন এন্টার প্রাইজ নির্মাণ শ্রমিক ইউনিয়ন পরিষদের সভাপতি আইয়ুব আলী, বোয়ালমারী উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আক্তার তপন, শেখ তাহিদুর রহমান মুক্ত প্রমুখ। এছাড়া বাজারের সাধারণ লোকজন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ