ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া হাজী আবুল বাশার মচন শেখের বাড়িতে তার ছেলের হাত, পা বেঁধে ও পরিবারের অন্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৪জুলাই) দিন গত রাতে হাসামদিয়া দক্ষিণপাড়া আবুল বাশার মচন শেখের ছেলে কৃষল ইনায়েত হোসেনের বসত বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২ টায় ইনায়েত ও তার স্ত্রী মেহরুবা পারভীন তাদের নলকূের পানি পান করেন। পানি পান করার পর থেকে তাদের পরিবারের ৫ সদস্য সারাদিন দূর্বল অবস্থায় ছিলেন। শরীর দূর্বল থাকার কারণে এশার নামাজ পড়ে অচেন হয়ে ঘুমিয়ে পড়ে।
ভুক্তভোগী পরিবারের ধারণা তারা অচেতন হয়ে ঘুমিয়ে পড়লে তাদের বারান্দা ও ঘরের দরজার সিটকিনি ও ডাঁসা ভেঙ্গে ডাকাত দল ঘরে প্রবেশ করে। প্রথমে ডাকাত দলের ৫ সদস্য ঘরে ঢুকে ইনায়েতের হাত, পা, ও মুখ বেঁধে ফেলে, তার স্ত্রী ও সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে। কোথায় কি রাখা আছে বলে আসবাবপত্র তছনছ করে ৭ লাখ টাকা ও ৮ ভরী ওজনের স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায় বলে দাবী করেন ভুক্তভোগী পরিবার।
মেহরুবা পারভীন বলেন, নলকূপের পানি পান করার কারণে দুপুর পর থেকে শরীর ভাড় হয়ে আসছে। পরে তড়িঘড়ি করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে দরজা ভেঙ্গে ডাকাত দল ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা ও দুইটা মোবাইল ফোন নিয়ে রাত ২টার দিকে পালিয়ে যায়। এখনও আমরা অসুস্থ রয়েছি।
তবে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ওই বাড়িতে চুরি সংঘটিত হয়েছে ডাকাতি না। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নলকূপের ভেতরে বিষাক্ত কিছু পয়জন দেয়ার কারণে সে পানি পান করলে ওই পরিবারের লোকজন অচেতন হয়ে পড়ে। তার পরে চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রায় শোনা যায় চোর চক্রের সদস্যরা কোন বাড়ি চুরি করলে সে বাড়িতে আগেই নলকূপ, বা রান্না করা খাবার বা অন্যান্য উপায়ে অচেতন ড্রাগ প্রয়োগ করে। তাই সবাইকে সচেতনতা বাড়াতে আগেই নলকূপের পানি সংগ্রহ করে রাখতে হবে, এবং চার থেকে পাঁচ মিনিট ধরে নলকূপের পানি চেপে ফেলে দিয়ে পানি সংগ্রহ করতে হবে।
যদি কোন পরিবারের লোকজনের কিছু খেয়ে তাদের শরীর দূর্বল, বা অচেতন ভাব মনে হয়। তাহলে বিলম্ব না করে সাধারণ চিকিৎসা নিয়ে আমাদের কল করুন। তাহলে দেখবেন চুরি, বা ডাকাতি, এমনিতেই কমে যাবে। অপরাধীদের ধরতে পুলিশি অভিযান তৎপর রয়েছে।