মাসুদ রানা, জলবায়ুর বিরূপ প্রভাবের এই সময়ে বৃক্ষরোপণের বিকল্প নেই। ‘ছড়িয়ে দাও অক্সিজেন, বাঁচিয়ে দাও প্রাণ’ প্রজেক্টের অধীনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ দুপুরে রোটারি ও রোটারেক্ট ক্লাব অব চিটাগং রেইনবো এবং চবি ন্যাচার ক্লাবের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত মেরিন সাইন্স ফ্যাকাল্টিতে ও এর আশেপাশে বিভিন্ন জাতের ১৫০টি গাছ রোপণ করা হবে। এর আগেও রেইনবো ক্লাবটি ক্যাম্পাসে ২০০টি গাছ লাগিয়েছিলো। আজকের আয়োজনে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং রেইনবোর সভাপতি ও সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন খান এবং
আব্দুল মামুন বাহার, রোটারেক্ট ক্লাব অব চিটাগং রেইনবোর সভাপতি ও সাবেক সভাপতি কাজী সৌরভ আহমেদ এবং মোঃ মাসুদ রানা, চবি ন্যাচার ক্লাবের সভাপতি মো: লিয়ন হাসান।
ইফতেখার উদ্দিন খান এসময় বলেন- “বৃক্ষের প্রয়োজনীয়তা বর্তমানে আমরা সর্বাঙ্গে অনুভব করছি। তাই আমাদের ক্লাবের উদ্যোগে পরিবেশকে আরো বেশি সবুজ করে তোলার প্রয়াস সবসময়ই আমরা চালিয়ে যাবো।”
কাজী সৌরভ আহমেদ বলেন- “বৃক্ষ আমাদের পরিবেশের প্রাণ, বৃক্ষ বাঁচলেই দেশ বাঁচবে। তাই সকলেরই উচিত প্রতিবছর সর্বোচ্চ সংখ্যক বৃক্ষরোপন ও পরিচর্চা করা।”
প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে এগিয়ে এসে এইভাবে বৃক্ষরোপণের প্রচেষ্টা নিলে বাংলাদেশ পরিণত হবে সবুজের সমারোহে।