ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চাহাটি কঠুরাকান্দি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বুধবার (১৯ জুলাই ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিভাবকরা ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করেন।
হেলেঞ্চাহাটি কঠুরাকান্দি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারন অভিভাবক সদস্য প্রতিনিধি পদে ৮ জন প্রার্থী অংশ নেন। অভিভাবকদের ভোটে ৪ জন নির্বাচিত হয়েছেন।মোট ভোটার সংখ্যা ৩০৩ যার মধ্যে ২১৯ ভোটার ভোট দেন। নির্বাচিতরা হলেন মোহাম্মদ জাকির হোসেন ১১৩ ভোট পেয়ে প্রথম, মোঃ ইব্রাহিম শেখ ১১২ ভোট পেয়ে দ্বিতীয়,মোহাম্মদ নবাব খান ১০৩ পেয়ে তৃতীয় ও মোহাম্মদ মনিরুল ইসলাম নান্নু ১০২ ভোট পেয়ে ৪র্থ বিজয়ী হয়েছেন।
এদিকে সংরক্ষিত মহিলা অভিভাবক শিল্পী বেগম ১১২ প্রথম বিজয়ী হয়েছেন ।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমি সুপার ভাইজার মো.আশরাফুর রহমান মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সহকারী প্রিজাইটিং অফিসার মোঃ বদিউজ্জামান । নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ