নারায়ণগঞ্জের রূপগঞ্জ চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আবারও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আলমগীর হোসেন (২৮), হৃদয় খান (৩০), ইসমাইল (৩০) ও ইলিয়াছ (১৭) নামে চারজন গুলিবিদ্ধ হয়েছেন শনিবার মধ্যরাতে তারা গুলিবিদ্ধ হয়।
পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ। এরআগে শুক্রবার রাতে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে বিজয়ী সমসের আলী ও পরাজিত প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
থেমে থেমে রাতভর এ সংঘর্ষ চলে। মধ্যরাতের ওই চারজন গুলিবিদ্ধ হয়। এর জেরে শনিবার সকালে ফের দু’পক্ষের মধ্য দেশীয় অস্ত্র, গুলতি নিয়ে সংঘর্ষ চলে।
খবর পেয়ে পুলিশ চনপাড়ায় উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চনপাড়ায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করতে দেখা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাত সাড়ে তিনটার দিকে চারজন গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তারা এখনও হাসপাতালে এ বিষয়ে কথা বলতে সমসের আলী ও জয়নাল আবেদীন উভয়ের মুঠোফোনের নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (‘গ’ সার্কেল) আবির হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সমসের আলী ও জয়নাল আবেদীন সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে চনপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।