চট্টগ্রামের বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া সার্কেলের পুলিশ পরিদর্শক মো.আছহাব উদ্দিন। গত শনিবার (১৫ জুলাই) চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি নুরেআলম মিনা স্বাক্ষরিত এক আদেশে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনার স্বাক্ষরিত এক আদেশে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল রাজ্জাককে কুমিল্লা জেলায় বদলি করা হয়। গত বছরের (২৬ জুন) বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগ দেন চট্টগ্রামের হাটহাজারী সার্কেল অফিসের পরিদর্শক আবদুর রাজ্জাক।
বুধবার (১৯ জুলাই) রাতে বোয়ালখালী থানার আয়োজনে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আছহাব উদ্দিনকে বরণ ও বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাকের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন ও সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আলমগীর হোসেনের যৌথ সঞ্চালনায় বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম, বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন,
বোয়ালখালী উপজেলার ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, বোয়ালখালী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, বোয়ালখালী থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) আবদুল রাজজাক, বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আছহাব উদ্দিন, পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট সেলিম চৌধুরী, জাহিদ হাসান, নাঈম উদ্দিন, সাইফুদ্দিন খালেদ প্রমুখ।
বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে কোন আপোষ নেই যেকোন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় আমরা বদ্ধপরিকর।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ