" গাছ লাগান - পরিবেশ বাঁচান" এই স্লোগানকে সামনে রেখে বোয়ালখালী ডায়াবেটিক সমিতির উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন হয়েছে। আজ ২৫ জুলাই মঙ্গলবার সকালে পৌর সদরস্হ আহমদ হোসেন আনোয়ারা বেগম কলেজিয়েট বালিকা বিদ্যালয়ে সংঘঠনের আহবায়ক এম এ তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন চৌধুরী,
বিশেষ অতিথি ছিলেন গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিষু কুমার বড়ুয়া, প্রবীণ শিক্ষক বিপ্লব সরকার, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনজুর আলম মাস্টার, শিক্ষিকা আরেফা খানম,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শৈবাল দে, সাংবাদিক ডাঃ প্রভাস চক্রবর্তী, এস বি নিউজের কর্নাধার শাহ আলম বাবলু, শিক্ষিকা ও স্কাউটার ফাতেমা বেগম প্রমূখ।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে দু'টি ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমেএ কর্মসূচির উদ্বোধন করা হয় এবং সংঘটনের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীদের হাতে বেশ কিছু চারা তুলে দেয়া হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ