ঝালকাঠির রাজাপুরে স্থানীয় এমপি বজলুল হক হারুন মৎস্য সপ্তাহ’র শুভ উদ্বোধন করেছেন। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়ামে ভার্চুয়ালী উপস্থিত হয়ে শুভ উদ্বোধন ঘোষনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে বক্তব্য রাখে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু,
বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. শাহজাহান মোল্লা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মো. মোজ্জাম্মেল হক। এছাড়াও এ সময় বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের প্রধানগণ,
সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মৎস্য জীবি ভাইয়েরা উপস্থিত ছিলেন। এর পূর্বে সড়ক র্যালি ও উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণে অংশ নেয় অতিথিরাসহ উপস্থিত সকলে।