জামালপুরের মেলান্দহে এক সপ্তাহের বৃক্ষ মেলা শুরু হয়েছে।
১ আগস্ট (মঙ্গলবার) কৃষি অধিদপ্তর এর আয়োজনে জামালপুরের মেলান্দহে এক সপ্তাহের বৃক্ষ মেলা শুরু হয়েছে।
এ উপলক্ষে দুপুরে উপজেলা পরিষদ ঈদগাহ মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। ইউএনও সেলিম মিঞা এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান।
অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন-কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা আ’লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. ইউনুছ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার প্রমুখ। মেলায় ১৪টি স্টল অংশ গ্রহণ করে।