আরিফুজামান চাকলাদার আলফাডাঙ্গায় র্যাবের অভিযানে ৩.৩০০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (১৩ আগষ্ট ) সন্ধায় র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর কম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের আলাফাডাঙ্গা থানা পাঁচুড়িয়া ইউনিয়ন ধুলজুড়ি গ্রামে ক্রেতা সেজে বসত বাড়ির পাশে অভিযান চালিয়ে ৩.৩০০ গ্রাম গাঁজাসহ মহাসিন খা, মুসা খা নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররকৃত আসামি মৃত সুরবান খা'র দুই ছেলে মহাসিন খা (২৯), মুসা খা (২২)। র্যাবের হাবিলদার সোলায়মান হোসেন বাদী হয়ে মামলা করেন।মামলা নং ৬, তাং ১২-৮-২৩, ধারা ২০১৮ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনি ক্রমিক নং ১৯( ক)।
জব্দকৃত আলামতসহ আসামিদের আলাফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছিল।
আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দৈনিক কুমারকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে আপন দুই ভাইকে গ্রেফতার করেছে।তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফরিদপুর কারাগারে পাঠানো হয়েছে। বাম পাশে বড় ভাই মহাসিন খা,ডান পাশে ছোট ভাই মুসা খা
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ