জামালপুর সদর উপজেলার রামনগর এলাকা ডিস লাইনের বিল উত্তলননের নিয়ে কথা কাটাকাটির মধ্যে ডিস মালিক পক্ষের হামলায় মাইক্রোবাস চালক হাফিজুর রহমান নিহত।
জানাগেছে -নিহত হাবিজুর জামালপুর সদর উপজেলার রামনগর সাত রাস্তা মোর এলাকার শাজাহান মিয়ার পুত্র। ঘাতক সৌরভ একই এলাকার শহীদ মিয়ার পুত্র।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহানেওয়া জানান আজ সকালে জামালপুর পৌরসভার রামনগর সাত রাস্তার মোড় এলাকার ডিস লাইন এর বিল নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাইক্রোবাস চালক হাবিজুর কে এলোপ্যাথারি কিল ঘুসি দিয়ে আহত করে সৌরভ নামের এক যুবক।
এ সময় এলাকার লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় সৌরভ পরে গুরুতর আহত অবস্থায় হাবিজুর কে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ