শিরোনাম:
বিএনপি অফিস ভাঙচুর;আ’লীগের ৩৩নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। চট্টগ্রামকে যানজট মুক্ত নগরী উপহার দিতে চাই:- মেয়রের আলফাডাঙ্গায় টিআর,কাবিখা,কাবিটা প্রকল্পের দশ লক্ষ টাকা বাস্তবায়ন কর্মকর্তা ও ইউএনও’র ভেনিটিব্যাগে ইসলামি ফাউন্ডেশন এর বোর্ড অফ গভর্নরের সদস্য হলেন চরমোনাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী নির্বাচিত সরকারের কাছে দেশকে হস্তান্তর করে ঈমানী দায়ীত্ব পালন করুন- নাজমুল হাসান বোয়ালখালীতে ৩শ লিটার চোলাই মদ, গ্রেপ্তার এক বোয়ালখালীতে বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ,আসামি গ্রেপ্তার সাতৈর বাজার বণিক সমিতি নির্বাচনে সভাপতি নাজির সম্পাদক মোকাম্মেল আলফাডাঙ্গায় অস্ত্র মিছিল করে যারা পরিবেশকে অশান্ত করেছে,তাদের দ্রুত বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে – খন্দকার নাসিরুল নওগাঁর পত্নীতলায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 

এমটিএফই’র ৪০০ সিইও-কে খুজছে গোয়েন্দা বিভাগ।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
এমটিএফই’র ৪০০ সিইও-কে খুজছে গোয়েন্দা বিভাগ
119.5kভিজিটর

দুবাইভিত্তিক এমএলএম কোম্পানি মেটাভার্স ফরেন এক্সচেঞ্জে (এমটিএফই) বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়েছেন দেশের লাখো মানুষ। প্রতারণা করে বাংলাদেশিদের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া এই কোম্পানির ৪০০ সিইওর বিরুদ্ধে যাবতীয় তথ্য সংগ্রহ করছেন গোয়েন্দারা। তাদের আটক বা গ্রেপ্তার করতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি সাইবার ফুটপ্রিন্ট সংগ্রহ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, এমটিএফই বাংলাদেশে কার্যক্রম শুরু করে ২০২১ সালে। তিন বছরে এমটিএফইতে শুধু বাংলাদেশ থেকেই ৪২ লাখ মানুষ যুক্ত হয়েছেন। প্রাথমিক অবস্থায় এমটিএফই অ্যাপে যুক্ত প্রত্যেকেই ৬১, ২০১, ৫০১, ৯০১ ও ২ হাজার ডলার ডিপোজিট করেন। বেশি টাকা আয় করতে কেউ কেউ ৫ হাজার ডলারের বেশিও বিনিয়োগ করেছেন। এর মধ্যে কেউ জমানো টাকা, কেউবা এনজিও থেকে ঋণ নিয়ে আবার কেউ জমি বন্ধক রেখে বিনিয়োগ করেছিলেন। প্রথমে গত ৭ আগস্ট সিস্টেম আপগ্রেডের কথা বলে গ্রাহকদের টাকা উত্তোলন সেবা বন্ধ করে এমটিএফই।

এরপর গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে হুট করে প্রায় সব গ্রাহকের ভার্চুয়াল অ্যাকাউন্ট ঋণাত্মক দেখানো শুরু করে অ্যাপটি। প্রতিষ্ঠানটির দাবি, তাদের ব্যবসায় লোকসান হয়েছে। এজন্য উল্টো গ্রাহকদের কাছ থেকেই তারা টাকা পাবে। ফলে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করা গ্রাহকরা লাভের গুড় তো পায়নি বরং তাদের ঘাড়ে আরও ঋণের বোঝা চেপেছে।

এমএলএম এমটিএফই বন্ধ, চলে গেলো কয়েক হাজার কোটি টাকাএমএলএম এমটিএফই বন্ধ, চলে গেলো কয়েক হাজার কোটি টাকা
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, এমটিএফই’র প্রতারণা নিয়ে বিভিন্ন আলোচনা ও তথ্য পেলেও এখনও লিখিত কোনো অভিযোগ কিংবা মামলা হয়নি। তবে মামলা না পেলেও এ বিষয়ে ছায়াতদন্ত চলছে।

সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, বাংলাদেশে এমটিএফই’র যারা পরিবেশক বা প্রচারণার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। এছাড়া কেউ যদি অভিযোগ দেয় সে তাদের আমরা আইনের আওতায় আনব। এছাড়া কেউ যদি অভিযোগ দেন, সে বিষয়েও আমরা ব্যবস্থা নেব। এমটিএফই একটি ট্রান্সন্যাশনাল ক্রাইম চক্র। তাদের কার্যক্রম ছিল সম্পূর্ণ বায়বীয়।

সূত্রঃ ইত্তেফাক।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x