ফেনীর দাগনভূঞা পৌরসভার অধিবাসী বিভিন্ন মামলার আসামী ও চেক জালিয়াতির মামলার অভিযুক্ত ফখরুল হাসান ফারুকের ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড ও চেকের সমপরিমাণ অর্থ জরিমানা করেছেন বিজ্ঞ আদালত।
আদালত সূত্রে জানা যায়, গতকাল ২৭ আগষ্ট রবিবার ২০২৩ ইং তারিখে ফেনী যুগ্ন জেলা জজ ২য় আদালতের বিচারক খায়েরুন্নেছা উক্ত রায় প্রদান প্রদান করেন। ফখরুল হাসান ফারুক মামলার বাদি জাফর উল্যাকে ১৫ লাখ টাকার একটি চেক প্রদান করেন। উক্ত চেকটি ডিজঅনার হলে ভুক্তভোগী বাদি এন, আই, এ্যাক্টের ১৩৮ ধারায় উক্ত মামলাটি আনয়ন করিলে বিজ্ঞ আদালত উক্ত রায় প্রদান করেন।
২০১৯ সালে এ মামলা দায়ের করেন বাদি জাফর উল্যাহ। মামলার আইনজীবী কাজি রবিউল হক রবি উক্ত মামলার রায়ের সাজার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, ফখরুল হাসান ফারুক দাগনভূঞা পৌরসভার ৯ নং ওয়ার্ড উদরাজপুর আবদুল আজিজ মিয়াজি/ নাছের ভেন্ডার বাড়ির মৃত ছায়েদ আহাম্মদ এর ছেলে। তার বিরুদ্ধে ফেনী বিজ্ঞ আদালতে বিভিন্ন অপরাধে ৪ টি মামলা চলমান রয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ