রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর ষ্টেশন বাজারের আশিক বাহিনীর মুল হোতা আশিক সহ তিন জনকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। আশিক আড়ানী পৌর এলাকার ষ্টেশন নুরনগর এলাকার নাসির আলির ছেলে,একই এলাকার নাজিমের ছেলে মানিক শাবানির ছেলে জুয়েল উভয় একই মামলার আসামি বলে জানা যায়।
আজ বুধবার ১৬ই আগষ্ট বেলা আনুমানিক ১টার সময় বাঘা পৌর এলাকা থেকে আশিক সহ তার দুই সদস্য মানিক ও জুয়েল কে গ্রেফতার করে বাঘা থানা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিস্চিত হয়ে এসআই আব্দুল মজিদ, এসআই মেহেদী,এসআই আজিজ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এই বিষয়ে এসআই আব্দুল মজিদ জানান আশিক,জুয়েল, মানিক মারামারি সংক্রান্ত মামলার নির্মিত আসামি।
গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিস্চিত হয়ে তাদেরকে গ্রেফতার করে থানার কাষ্টরিতে পেরণ করা হয়েছে আগামীকাল ১৭ই আগষ্ট সকালে বিজ্ঞ আদালতে পেরন করা হবে।
Copyright ©2000-2025, WSB NEWS 24 All rights reserved.