একটি পোশাক কারখানায় কাজ করার সময় মিজানুর রহমান তার সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক হয়। পরে তারা নিজেরাই বিয়ে করে। ২০০৬ সালে বিয়ের ২ মাসের মধ্যেই পারিবারিক কলহের জেরে নিজ স্ত্রীকে গর্ভে থাকা সন্তানসহ হত্যা করেন মিজানুর। পরে আদালত তাকে ফাঁসির আদেশ দেন। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।
বুধবার (৩০ আগস্ট) সকাল ১০ টার দিকে কড়া নিরাপত্তায় ঝালকাঠি জেলা কারাগার থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ঝালকাঠি জেলা কারাগারের (জেলার) মো. আক্তার হোসেন শেখ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মিজানুর ঝালকাঠি কারাগারারের আসামী না। তিনি দীর্ঘদিন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন। তার বাড়ি ঝালকাঠি জেলায় হওয়ার কারণে ঝালকাঠি কারাগারে আসার জন্য ২ মাসের জন্য আবেদন করেছিলেন তিনি। তাকে ২ মাসের জন্য কারাগারে আনা হয়েছিল।দুই মাস শেষ হওয়ায় তাকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ