ভয় নেই আর ঘটে যাওয়ার অঘটন,
বিশ্বজুড়ে উদ্ভাসিত হয়েছে নারীজাগরণ।
এড়িয়ে চলো, দাবিয়ে রেখো ক্যাক্টাস্ বনভূমি,
মনে রেখো নারী বিজয়ীনী তুমি।
দিয়েছো কতো না প্রতিদান,
ভূলে গেছে নরপশু সেই বেইমান।
প্রতিনিয়ত হেনেছে তারা অশ্লীলতার থাবা,
দেখিয়ে দাও নারী তুমিও খেলতে পারো দাবা।
জাগো নারী, জাগো নারী এবার,
প্রতিশোধের দূর্গ গড়ে তোলো ঘরে ঘরে সবার।
(সংক্ষিপ্ত)