শিরোনাম:
রায়পুরায় ২০ কেজি গাঁজাসহ ২ নারী আটক সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০ বোতল ভারতীয় মদসহ ১ মাদক কারবারী আটক গোপালগঞ্জ নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় চট্টগ্রাম ইউনিয়নে ইচ্ছামতো নেওয়া হচ্ছে ওয়ারিশ সনদের মূল্য নওগাঁয় ব্র্যাকের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক ডিজিটাল কন্টেন্ট তৈরি প্রশিক্ষণ অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ” JYALD” এর পক্ষ থেকেজলবায়ু পরিবর্তনে সচেতন মূলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত যত্রতত্র গাড়ি পার্কিং, ৬ জনকে জরিমানা আলফাডাঙ্গায় বিএনপি কেন্দ্রীয় নেতা নামে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন নওগাঁয় ব্যবসায়ী প্রতিষ্টানে হামলা,:থানায় অভিযোগ দায়ের গঙ্গাচড়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে স্কুল নির্মাণ

বোয়ালখালীতে শিক্ষা বোর্ডের স্বাক্ষর জাল করে কমিটি

এম মনির চৌধুরী রানা
  • আপডেটের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
118.4kভিজিটর

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এক কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতির বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় বোয়ালখালী উপজেলার সদরে অবস্থিত গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে চিঠি দিয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড।

গত বুধবার (৩০ আগস্ট) শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলীর স্বাক্ষরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বরাবর এ সংক্রান্ত চিঠি দেয়া হয়। চিঠিতে গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিমের বিরুদ্ধে অভিযোগ, তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া এডহক কমিটি গঠন করেন।

কমিটির মাধ্যমে বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এ ঘটনায় ওই স্কুলের বেশ কয়েকজন অভিভাবক ও শিক্ষক শিক্ষাবোর্ড সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাযের করেন। পরবর্তীতে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি তদন্ত করেন। তদন্ত শেষে গত ০৯ জুলাই শিক্ষাবোর্ডে প্রতিবেদন দাখিল করা হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বরাবর চিঠি দিয়েছে শিক্ষাবোর্ড।

শিক্ষাবোর্ডের চিঠি পাওয়ার কথা স্বীকার করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম খসরু পারভেজ গণমাধ্যমকে বলেন, স্কুল ম্যানেজিং কমিটিকে বিষয়টি জানানো হয়েছে। কমিটির সভা আহ্বান করে নির্দেশমত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রধান শিক্ষক বিনা অনুমতিতে স্কুলে অনুপস্থিত রয়েছেন বলেও জানান তিনি।

জানতে চাইলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস. এম বোরহান উদ্দিন বলেন, স্বাক্ষর জালিয়াতির বিষয়টি যেহেতু প্রমাণিত হয়েছে, সেহেতু বিদ্যালয়ে সভা ডেকে রেজুলেশনের মাধ্যমে প্রধান শিক্ষককের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে মাউশির মহাপরিচালক বরাবর চিঠি দিয়েছে শিক্ষাবোর্ড। শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতারের স্বাক্ষরে গতকাল (৩১ আগস্ট) বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x