চট্টগ্রামের পটিয়ায় রাস্তার পাশে মিলেছে কম্বল মোড়ানো অজ্ঞাত এক আদিবাসী তরুণীর লাশ। পটিয়া থানাধীন ধলঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ মুকুটনাইট বাজারের পশ্চিম পাশে ধলঘাট থেকে পাঁচরিয়া রাস্তার পাশে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় লোকজন লাশটি দেখতে পায়।
তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে হত্যার বিষয়ে পুলিশ নিশ্চিত হয়। কিন্ত হত্যার আগে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, পাচুরিয়া-ধলঘাটের মূল সড়কের পাশে পড়েছিল রক্তমাখা আদিবাসী তরুণীর ওই লাশ। স্থানীয়দের ধারণা, তাকে গণধর্ষণের পর হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। পরে লোকজন থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই লাশটি একটি বেডশিট ও একটি কম্বল দিয়ে মোড়ানো ছিল।
এ বিষয়ে জানতে পটিয়া থানার অফিসার ইনচার্জ ওসি প্রিটন সরকারকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন না ধরায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ