নিজস্ব প্রতিবেদক:
রংপুরে গংগাচড়া উপজেলায় গলায় ফাঁস লাগানো অমল মহন্ত (২২) এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। শুক্রবার (১৫সেপ্টেম্বর) সকালে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর ছয়য়ানী বালাপাড়ায় এ ঘটনা ঘটেছে। একই এলাকার মনিন্দ্র মহন্ত ও দিপালী মহন্তের একমাত্র সন্তান। অমল মহন্ত রাজমিস্ত্রির যোগালি(সহযোগী) এর কাজ করতেন।পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়,অনেকদিন থেকে অমল মহন্ত ঢাকায় গার্মেন্টস শ্রমিক ছিলেন। গত ৩ মাস থেকে বাড়ীতে থেকে রাজমিস্ত্রির যোগালি(সহযোগী)এর কাজ করতেন। বৃহস্পতিবার অমল মহন্ত কোন কাজে যাননি।গতকাল রাত ১০ টায় তার ব্যবহৃত মোবাইল নিজ বিছানার বালিশের উপর রেখে বাসা থেকে বেড়িয়ে অটোতে করে পার্শবর্তী চন্দনের হাট যান।রাত ১২ টা থেকে রাত ১টা পর্যন্ত তার বাবা মনিন্দ্র খোঁজাখুঁজি করেন। শুক্রবার সকালে তার বাড়ির পিছনে লাশ দেখতে পায়।এ ব্যাপারে অমল মহন্ত মায়ের সাথে কথা বললে তিনি জানান,অমল মহন্ত এর বন্ধু সনদ চন্দ্র বুধবার দুপুরে তাকে বাড়িতে খুঁজতে এসেছিল। আজ কে বা কারা অমলকে হত্যা করে গাছে ঝুলে রেখে গেছেন ।পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠায়।গংগাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন জানান, আমরা সুরতহাল করতেছি প্রাথমিক তদন্ত শেষে আপনাদের অবগত করব।অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান এর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান,প্রথমিক অবস্থায় নয় ময়না তদন্ত শেষে জানাবো।