সততা, মানবতা,সেবা এই মূলনীতিকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার ভূল্লী থানার অন্তর্ভুক্ত “জনসেবা রক্ত দাতব্য সংগঠন ” নামে স্বেচ্ছায় রক্ত দান সংগঠন গঠন করা হয়। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫ ঘটিকায় ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সংগঠনের “জনসেবা রক্ত দাতব্য সংগঠন “এর ৫১ সদস্য বিশিষ্ট দুই (২) বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠিত হয় ।
সকলের মতামতের ভিত্তিতে উক্ত নব-নির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয় মোঃ আরিফ হোসাইন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয় মোঃ মেহেদী হাসান শাওন। এসময় উপস্থিত ছিলেন “জনসেবা রক্ত দাতব্য সংগঠন ” এর উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ,উপদেষ্টা জুলফিকার আলী, উপদেষ্টা মশিউর রহমান, উপদেষ্টা মাজেদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সদস্যবৃন্দ সহ ভূল্লী থানার আওতাধীন পাঁচ ইউনিয়ন থেকে আসা বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা।