ফরিদপুরের বোয়ালমারীতে স্কুল ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে আড্ডা দেয়া তিন শিক্ষার্থীদের আটক করে মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করেন ইউএনও। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫টি রেস্টুরেন্ট থেকে ৩জন শিক্ষার্থীকে আটক করেন।
আটককৃত শিক্ষার্থীরা স্কুল ফাঁকি দিয়ে ক্লাস চলাকালীন সময়ে রেস্টুরেন্টে বসে আড্ডা দেয়। পরে শিক্ষার্থীদের আটক করে উপজেলায় নিয়ে আসেন। তাদের পরিবারের অভিভাবকদের খবর দিয়ে এনে মুচলেকা নিয়ে সতর্কতা করে ছেড়ে দেন।
এসময় ভ্রাম্যমাণ আদালতে একটি দোকানে দুই হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার ও নির্বাহী ম্যাজিট্রেট মোশারেফ হোসাইন বলেন, স্কুল, কলেজের শিক্ষার্থীরা ক্লাস চলাকালীন সময়ে রেস্টুরেন্ট বা বাজারে আড্ডা দিলে তাদের শাস্তির আওতায় আনা হবে।
এমন অভিযান প্রতিনিয়ত পরিচালনা করা হবে। এস এম রুবেল বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ