ঝালকাঠির রাজাপুরে চার সন্তানের জননী রুমা আক্তার নামে এক নারীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শুক্তাগর ইউনিয়নের দক্ষিন নারিকেল বাড়িয়া গ্রামে ওই নারীর বসতঘরে এ ঘটনা ঘটে। রুমা স্থানীয় মো. রবিউল ইসলামের স্ত্রী ও উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামের মো. ইউনুস এর মেয়ে।
বিষয়টি নিশ্চিত করছেন রাজাপুর থানার ওসি তদন্ত ফিরোজ কামাল। পুলিশ স্থানীয়রা জানায়, রুমা তার ৪ সন্তান নিয়ে একাই ঘরে বসবাস করতো। স্বামী রবিউল কর্মের তাগিদে রাজাপুরের বাইরে থাকে। দুই বছর আগে নতুন ঘর তোলে সেখানে বসবাস করতেন।
ঘরের বিদ্যুতের লাইন সচল থাকলেও ওয়্যারিং করা ছিল না। ফ্যান চালাতে গেলে আগে থেকে ছুটে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হলে তা দেখে রুমার সারে তিন বছরের ছেলে দৌড়ে দাদার ঘরে গিয়ে বলে।
তখন সবাই এসে মেঝেতে পরে থাকতে দেখে তুলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে রাজাপুর থানার ওসি তদন্ত ফিরোজ কামাল বলেন, হাসপাতাল থেকে লাশ নিয়ে আসা হয়েছে। মৃত নারীর বাবা মায়ের সাথে কথা বলে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ