কাঁচা বাজার উদ্বোধনের মাধ্যমে পরিপূর্ণতা ফিরে পেল কৃষকের বাজার খ্যাত যশোর জেলার মনিরামপুরের পাচাঁকড়ি ভিলেজ সুপার মার্কেট (ভিএসএম) একদল আড়তদাড়ের সমন্বিত উদ্যোগে, SAFAL for IWRM প্রকল্প, সফল সমবায় সমিতি,নেহালপুর ইউনিয়ন চেয়ারম্যানের সহায়তায় অদ্য ২৫/০৯/২৩ ইং তারিখ বিকেলে মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের পাচাঁকড়ি ভিলেজ সুপার মার্কেটে ৩০৭ জন কৃষক-কৃষানী, আড়তদার, ব্যপারীর উপস্থিতিতে উদ্বোধন হলো দৈনিক বৈকালিক কাঁচা বাজার মার্কেট।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা: আবুল ফজল- প্রোগ্রাম অফিসার-সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া,বিশেষ অতিথি বক্তব্য রাখেন এম এম ফারুক হোসাইন, চেয়ারম্যান ১৬ নং নেহালপুর ইউনিয়ন পরিষদ,সভাপতিত্ব করেন দীপঙ্কর বসু সভাপতি সফল সমবায় সমতি, সুকুমার বিশ্বাস (WCO) গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন কৃষক,বেপারী এবং আড়তদাড়রা। আলোচনা শেষে অতিথিরা কাঁচা বাজার ক্রয়-বিক্রয় উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে কৃষকের ১৬ ধরনের বিভিন্ন সবজি ফল ক্রয় বিক্রয় করা হয়।
এছাড়াও পাচাঁকড়ি ভিলেজ সুপার মার্কেটে পূর্ব থেকেই দুধ, মাছ এবং গরু/মাছের সব ধরনের খাদ্য উপকরণ ক্রয় বিক্রয় করা হয়।
ভিলেজ সুপার মার্কেট কাঁচা বাজারের বিশেষত্ব: ডিজিটাল স্কেলে ওজন।
-পরিষ্কার পরিচ্ছন্ন এবং মনোরম পরিবেশে ক্রয়- বিক্রয়ের সুযোগ।
-কৃষক বেপারী এবং আড়তদার সবার জন্য ওয়াশরুম, টি স্টল। এবং নামাজের ফ্যাসিলিটি। নারীদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা,ব্রেস্ট ফিডিং কর্নার।