মেলান্দহে তথ্য অধিকার, আইন শৃঙ্খলা, সমন্বয় কমিটি, বাজার মনিটরিং, এনজিও বিষয়ক, ডেঙ্গু মশা বাহিত রোগ প্রতিরোধ, তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণসহ উপজেলা পরিষদের ৮টি সভা ২৭ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে শুরু হয়। ওইদিন তথ্য অধিকার দিবস উদযাপনের অংশ হিসেবে একটি র্যালী শেষে মির্জা আজম অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা পরিষদ ও প্রশাসনের দাপ্তরিক কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ইউএনও সেলিম মিঞা, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. গাজী রফিকুল হক, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ, সাবেক মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জালাল উদ্দিন, এসআই আতিকুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সম্পাদক মোঃ জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা.ইউনুছ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, আদ্রা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামাল প্রমুখ ব্যক্তিবর্গ এতে বক্তব্য রাখেন।