জামালপুরের মেলান্দহে বিনামুল্যে ছাগল-বেড়ার পিপিআর এবং ক্ষুরা রোগের টিকা প্রদান ক্যাম্পেইন শুরু হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এর আয়োজন করে। একযোগে ১১টি ইউনিয়নের টিকা ক্যাম্পেইন উদ্ধোধন করেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।
এ উপলক্ষে ৩০ সেপ্টেম্বর সকাল ১০ টায় ফুলকোচা ইউনিয়ন পরিষদ চত্বরে প্রান্তিক খামারি এবং কৃষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, ফুলকোচা ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা মোঃ শাহ্ জামাল, ইউপি মেম্বার শহিদুল্লাহ এবং কবি ও গীতিকার আবুল মনছুর প্রমুখ ব্যক্তিবর্গ এ সময় বক্তব্য রাখেন।